রাজধানীর আবাসিক এলাকা থেকে অননুমোদিত ও অবৈধ সকল প্রতিষ্ঠান ও স্থাপনা সরিয়ে নিতে ছয় মাস সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে এসব অননুমোদিত ও অবৈধ প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে তাদের গ্যাস-বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করা হবে। একই সঙ্গে বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। এসব প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো কর ও মূসকও নেয়া হবে না।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে সিটি করপোরেশন, রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। ছয় মাসের সময় গণনা আজ থেকেই শুরু হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আবাসিক এলাকার মূল চরিত্র ও বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে সিটি করপোরেশন, রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। ছয় মাসের সময় গণনা আজ থেকেই শুরু হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আবাসিক এলাকার মূল চরিত্র ও বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে