বাংলাদেশী এক যুবতীর ওপর যৌন নির্যাতনের মামলার রায় আগামী ৮ই এপ্রিল। কেরালায় ওই যুবতীকে একটি যৌন ব্যবসায়ী চক্র আটকে রেখে তার ওপর অকথ্য নির্যাতন চালায়। নির্যাতিত বাংলাদেশী যুবতী এক পর্যায়ে পালিয়ে গিয়ে নাড়াক্কাভু পুলিশ স্টেশনে আশ্রয় নেন। তিনি পুলিশে অভিযোগ করেন যে, তার ওপর যৌন নির্যাতন চালায় সুহেল ওরফে বাবাক্কা (৪৪), তার স্ত্রী সাজিথা (৩৫), সিদ্দিক (২৫) ও কেটি আবদুল করিম (৪৭)। অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে। মামলা উঠেছে স্পেশাল এডিশনাল সেশন কোর্টে। বিভিন্ন আইনী প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হয়। পুলিশ বলেছে, ওই যুবতীকে চার নির্যাতনকারীর চক্র বাইরে ঘোরার কথা বলে প্রলুব্ধ করে। তাকে নিয়ে রাখা হয় ইরানহিপালামের কাছে একটি এপার্টমেন্টে। নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্তরের খদ্দের। এ অবস্থায় সেখান থেকে পালান ওই যুবতী। তার এ দুর্ভোগের কথা শুনে এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আদালতের অনুমতি সাপেক্ষ ওই যুবতী এরই মধ্যে স্বামীর সঙ্গে ফিরে এসেছেন বাংলাদেশে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু।