সিরিয়া এক গণকবরে ৪২ মরদেহ

Slider সারাবিশ্ব

 

Palmyra20160402161559

ঢাকা: সিরিয়ার পালমিরায় একটি গণকবরে ৪২ জন মানুষের মরদেহ খুঁজে পেয়েছে সেনাবাহিনী।

 

শনিবার (২ এপ্রিল) মধ্যাঞ্চলীয় প্রাচীন শহরটির একটি এলাকায় অভিযানে গিয়ে এ গণকবর খুঁজে পায় তারা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।

সেনাবাহিনী দাবি করছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই লোকদের হত্যা করার পর পালমিরার ওই কবরটিতে পুঁতে রেখেছে।

তবে নিহতরা কোনো বিশেষ সম্প্রদায়ের বা গোষ্ঠীর কিনা সে বিষয়ে তৎক্ষণাৎ স্পষ্ট কিছু জানানো হয়নি।

অঞ্চল দখল নিয়ে সিরিয়ার সেনাবাহিনী, বিদ্রোহী ও আইএসের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে পালমিরায়। তবে, সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তারা আইএস ও বিদ্রোহীদের হটিয়ে পালমিরার সিংহভাগ দখলে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *