অবৈধভাবে থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালেন বার্সিনের নেতৃত্বে সফররত দুইজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ তথ্য জানান।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, অবৈধ হয়ে যাওয়া ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন আইনগত সব সহযোগিতা দেওয়ার পরেও তারা বৈধ অভিবাসী হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি। আদালত তাদের অবৈধ ঘোষণা করেছেন। তাই ফেরত নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।