রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরে তনু’র নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ২৮মার্চ বিকেল ৫টার দিকে শ্রীপুর চৌরাস্তায় জন ঐক্য আন্দোলন মঞ্চের উদ্যোগে কোমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে নানা ধরনের প্লে-কার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করে।সমাবেশে একে একে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা সংসদ,শ্রীপুর গন জাগরণ মঞ্চ,শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পিয়ারআলী শিক্ষার্থী ঐক্য পরিষদ,কমিউনিষ্ট ইউনিয়ন,ছাত্র যুব ঐক্য পরিষদ,আদিবাসী ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখা, মাধপপুর সমাজ কল্যাণ সংস্থাসহ বেশ কয়েটি সংগঠন সংহতি প্রকাশ করে।সমাবেশে বক্তব্য রাখেন পিয়ারআলী শিক্ষার্থী ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ,আদিবাসী ইউনিয়ন শ্রীপুর উপজেলা সভাপতি দীপক কোচ, মাধপপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বাপ্পি সরকার,মেহেদী হাসান রনী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা সংসদের সভাপতি মেহেদী হাসান,শ্রীপুর গন জাগরন মঞ্চের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন, কমিউনিষ্ট ইউনিয়নের কেন্দ্রিয় নেতা শামসুল হুদা মোসাদ্দেক,শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাঈদ চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জন ঐক্য আন্দলন মঞ্চের সমন্বয়ক পলাশ দে। সমাপনী কথায় পলাশ দে বলে যতদিন পর্যন্ত যৌন নিপীড়ন বিরোধী আইন সরাসরি বাস্তবায়িত না হয়, যতদিন পর্যন্ত আমার বোন তনুর হত্যাকারিদের সর্বোচ্চ সাজা না হয় যতদিন পর্যন্ত এসমাজের নিপীড়িত নির্যাতিত মানুষের কাঁন্না না থামে ততদিন পর্যন্ত জন ঐক্য আন্দলন মঞ্চের আন্দোলন চলবে।