ঢাকা: সদ্য অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনিয়মের কারণ ব্যাখ্যা করতে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরকে (এসপি) তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৮ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. সামসুল আলম এসপিকে তলবের চিঠি পাঠিয়েছেন।
তিনি জানান, বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় এসপিকে কমিশনে উপস্থিত থেকে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ থানার ওসিকে (থানার ভারপ্রাপ্ত) তলব করেছে কমিশন। থানাগুলো হলো-তালা, সাতক্ষীরা সদর, শ্যামনগর, কলারোয়া ও দেবহাটা।
সামসুল আলম বলেন, ২২ মার্চের নির্বাচনের দিন সাতক্ষীরায় ব্যাপক অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটে। এ জন্য ওই পাঁচটি থানাধীন ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এসব অনিয়মের কারণ ব্যাখ্যা করতেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তলব করা হয়েছে।