কালুরঘাট ও ইপিজেডে আগুনে পুড়েছে দোকান-বসতঘর

Slider জাতীয়

 

 2015_07_08_09_08_16_F8cDnYNFXsdrFgQzeWr6J0Db7DNjdl_original

 

 

 

 

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানা ও কালুরঘাট শিল্প এলাকায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।  বৃহস্পতিবার দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কালুরঘাট শিল্প এলাকায় রাত আড়াইটার দিকে একটি কাঁচা বসতঘরে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ৫ কক্ষবিশিষ্ট ওই ঘরটি পুড়ে যায়। ঘরটিতে শ্রমিকরা ভাড়া থাকতো।  তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

অপরদিকে ইপিজেড থানার আকমল আলী রোডে ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  এতে কয়েকজন মালিকের আটটি কাঁচা দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *