ঝিনাইদহে কলেজ ছাত্রী তনু হত্যার বিচার ও হত্যাকারী ধর্ষকের শা¯িÍর দাবিতে মানববন্ধন!

Slider নারী ও শিশু

mail.google.com

 
ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ,
কুমিলø¬া ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার ও হত্যাকারী ধর্ষকের শা¯িÍর দাবীতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ মাববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রতিবাদমুলক বিভিন্ন প¬াকার্ড বহন করা হয়। এসময় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সম্পাদক নাহিদ নেওয়াজ, সহ-সম্পাদক অমিত শাহরিয়ার বাপ্পী সাকিব আল হাসান, রুবেল পারভেজেরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্র্থী ও শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উলেøখ্য গত ২০ মার্চ রাতে কুমিলøা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় কুমিল¬া ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে একটি কালভার্টের কাছে নির্মমভাবে হত্যা করে রেখে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *