ঢাকা : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি যাওয়ার ঘটনা দেশে তদন্ত শেষ করে আরো তিনটি দেশে তদন্তে যাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার রাজধানীর মালিবাগের প্রধান কার্যালয়ে সিআইডির অরগানইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রিজার্ভের অর্থ চুরির বিষয়টি ইন্টারন্যাশনাল ক্রাইম। প্রথমে আমরা বাংলাদেশ থেকে সার্বিক তথ্য সংগ্রহ করবো। তারপর পর্যায়ক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা এবং আমেরিকা থেকে তথ্য উপাত্ত্ব সংগ্রহ করা হবে।’
তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা প্রথমে বাংলাদেশ ব্যাংক থেকে সকল প্রকার তথ্য সংগ্রহ করছি। এরপর তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের আওতায় থাকা সাড়ে ৪ হাজার কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সবগুলো কম্পিউটারের তথ্য সংগ্রহ করা শেষ হলে একটা কিছু বলা যাবে।’
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি যায়। এ চুরির ঘটনা তদন্তে কাজ করছে সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি দল, র্যাবের ছায়া তদন্ত দল, সিআইডি, এফবিআই ও ফায়ারআই এ তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্য প্রযুক্তি আইনে ১৫ মার্চ মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি। এ মামলাটির তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়ের করা মামলায় আগামী ১৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।