ধলেশ্বরী নদীতে নৌ পুলিশের ট্রলার ডুবি

Slider জাতীয়

troler_sm_583911383

 

 

 

 

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে মুক্তারপুর নৌফাঁড়ির টহলকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে লাইটার ভেসেলের ধাক্কায় নৌপুলিশের ওই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এ সময় নৌকায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ও  ৪ পুলিশ সদস্য ছিলেন। তবে তারা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এদিকে, ট্রলারে থাকা পুলিশ সদস্যদের অস্ত্র উদ্ধারে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে নদীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, পুলিশ সদস্যরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ট্রলার ডুবির ঘটনায় ৩টি শর্টগান ও আনুমানিক ৬০ রাউন্ড গুলি খোয়া গেছে। এগুলো উদ্ধারে সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *