কমলনগরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ২

Slider জাতীয়

 

2016_03_09_09_36_49_jT4b7oKq5SXVSPAgNTWySNK3tGkNpX_original

 

 

 

 

লক্ষ্মীপুর : জেলার কমলনগর উপজেলায় ৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন বাঘার (হুন্ডা প্রতীক) প্রচারণা চলার সময় দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার সময় চর ফলকন নৌকার প্রতীকের প্রার্থীর বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন- আবদুল হকের ছেলে আমিন উল্যাহ (৩৩) ও নুর মোহাম্মদের ছেলে সলেমান।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টায় প্রচারাণার মাইক নৌকা প্রতীকের প্রার্থী হাজী হারুনুর রশিদের বাড়ির কাছে আসলে কিছু সংখ্যক দুর্বৃত্ত এ হামলা চালায়।

আহত আমিন উল্যাহ জানান, হঠাৎ করে দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মোশারফ হোসেন বাঘা নৌকা প্রতীকের প্রার্থী হারুনুর রশিদকে দায়ী করেন। তবে এ ব্যাপারে জানতে নৌকা প্রতীকের প্রার্থী হাজী হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ এ হামলার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গ, আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম দফায় লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় চর ফলকন ইউনিয়নসহ ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *