ঢাকা: অবসরে যাওয়া সরকারের সিনিয়র সচিব এবং সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়ার আদেশ জারি হয়েছে। তাকে চার বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
বুধবার (১৬ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১০(৫) ধারা অনুযায়ী অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী চার বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।