বৃষ্টির কারণে ৬ ওভার করে অনুষ্ঠিত এই ম্যাচে হল্যান্ড জয় পায় ১২ রানে। প্রথমে ব্যাট করে ৬ ওভারে হল্যান্ডের করা ৫ উইকেটে ৫৯ রানের সংগ্রহকে তাড়া করে আইরিশদের ইনিংস শেষ হয় ৪৭/৭-এ। হল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের আগে ২০০৯ সালের জুনে টি-টোয়েন্টি ক্রিকেট ফল হওয়া এমনই একটি সংক্ষিপ্ত লড়াই দেখেছিল। নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার সে লড়াইটি অবশ্য ছিল ৭৮ বলে শেষ হওয়া।
১০০-এর কম বলে ফল হওয়া আরও ৪টি ম্যাচ হয়েছে টি-টোয়েন্টির ইতিহাসে। তবে এর মধ্যে ২০১২ সালে ম্যানচেস্টারে ৭৯ বলে গড়ানো ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ ও পাল্লেকেলেতে ৯৬ বলে গড়ানো শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে কোনো ফল আসেনি। ২০১৪-তে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ শেষ হয়েছিল ৮২ বলে। হাম্বানটোটায় ২০১২ সালে ৮৪ বলে ফল দেখেছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার লড়াই। চট্টগ্রামে ২০১৪ সালেই হল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল ৯৩ বল খেলে। ২০১৬ সালেই ৯৮ বলের এক টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল হংকং।
ফল দেখেছে এমন সংক্ষিপ্ত ওয়ানডে ম্যাচটি ১৯৮৫ সালে। ভারত ও ইংল্যান্ডের সেই ম্যাচটি হয়েছিল ১৫-১৫ ৩০ ওভার। ১৮০ বল। এখন অবশ্য এটি হওয়া সম্ভবই নয়। নতুন আইনে কমপক্ষে ২০ ওভার করে খেলা না হলে ম্যাচই পরিত্যক্ত। সূত্র: ক্রিকইনফো।