চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ওষুধসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৭ মার্চ) শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় এসব ওষুধ উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আসাদ হোসেন, আশির উদ্দিনের ছেলে মিলন হোসেন, রবিউল ইসলামের ছেলে জুয়েল রানা, আশাদুল হকের ছেলে সোহেল রানা ও মুনসাদ আলীর ছেলে আক্তার হোসেন।
পুলিশ জানায়, ভোরে শহরের কেদারগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই মাইক্রোবাসের ভেতর প্লাস্টিকের আটটি বস্তায় বিভিন্ন কোম্পানির ফ্রি স্যাম্পল ওষুধ পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় গাড়িতে থাকা ওষুধসহ পাঁচ জনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।