ফের দলে ফিরলেন কাকা

Slider খেলা

 

2016_03_04_17_27_37_FRh64cHE8VNasKUK1EUbo1W8UHuqXf_original

 

 

 

 

 

ঢাকা: ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য ফের জাতীয় দলে ফিরলেন ব্রাজিলীয় তারকা কাকা। উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের জন্য এই অভিজ্ঞ তারকাকে দলে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার নতুন দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ দুঙ্গা। এই দলে কাকার সঙ্গে আরো লিভারপুলের প্লেমেকার কৌটিনহো।

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল চারটি ম্যাচ খেললেও কৌটিনহো কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত মাত্র ১৫ মিনিট খেলা অরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকেও আরেকবার সুযোগ দিলেন দুঙ্গা।

এ ছাড়া দুঙ্গার দলে জায়গা হয়েছে ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০১২ সালে মাঠে নামা জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর।

চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইকুয়েডর। আর দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৯।

আগামী ২৬ মার্চ উরুগুয়ের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ব্রাজিল। এর চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবেন নেইমাররা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (ইন্তানাসিওনাল), দিয়াগো আলভেস (ভালেন্সিয়া), মার্সেলো গ্রোহে (গ্রেমিও)।

ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (রিয়াল মাদ্রিদ), ফিলিপ লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিল (স্যানডং লুনেং), দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান) ও আলেক্স সান্দ্রো (জুভেন্টাস)।

মাঝমাঠ: রেনাতো আগুস্তো (বেইজিং গৌআন), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), ফিলিপ কৌটিনহো (লিভারপুল), ফার্নাদিনহো (ম্যানচেস্টার সিটি), কাকা (অরল্যান্ডো সিটি), লুইস গুস্তাভো (উল্ফসবার্গ), লুকাস লিমা (সান্তোস), অস্কার (চেলসি) ও উইলিয়ান (চেলসি)।

আক্রমণভাগ: হাল্ক (জেনিত), নেইমার (বার্সেলোনা) ও রিকার্ডো অলিভেইরা (সান্তোস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *