নওগাঁ সদর হাসপাতালের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে সাতটি হ্যান্ড গ্রেনেড, ৪৭ রাউন্ড গুলি ও দুটি সোল্ডার ব্যাচ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য ভিত খননকালে এ সব পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিত্যক্ত ওই সেপটিক ট্যাংকে সাতটি হ্যান্ড গ্রেনেড, থ্রি নট থ্রি রাইফেলের ৩৫ ও পিস্তলের ১২ রাউন্ড গুলিসহ পাঞ্জাব রেজিমেন্টের একটি সোল্ডার ব্যাচ ও একটি চেস্ট ব্যাচ পাওয়া যায়।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরল ইসলাম জানান, স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ সদর হাসপাতালে হানাদার পাকিস্তানি বাহিনীর ক্যাম্প করেছিল। ধারনা করা হচ্ছে তখন তারা গুলি, গ্রেনেড ও ব্যাচ গুলি লুকিয়ে রেখেছিল। এসব উদ্ধার করে থানায় আনা হয়েছে।