পরীক্ষায় ফেল করে ঢাকায় ২৫ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

36724_fe
গ্রাম বাংলা ডেস্ক: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যারা পাস করেছেন তাদের আনন্দের সীমা নেই। কিন্তু যারা ফেল করেছেন তাদের কারো ভাগ্যে জুটছে গালমন্দ। আবার কেউ কেউ নিজেরাই ভুগছেন ব্যর্থতার গ্লানিতে। এ কারণে কেউ কেউ চেষ্টা করেছেন আত্মহত্যারও। গত বুধবার পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় অন্তত ২৫ জন ছাত্রছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল  হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে মুক্তা ও আদনান নামে দু’জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক চাপ থেকেই শিক্ষার্থীরা এমনটি করছেন। পরীক্ষায় ভাল ফল করতে পারেননি এমন শিক্ষার্থীদের পাশে থেকে মনোবল দেয়ার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন তারা।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদরে মুক্তা নামে এক কলেজ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির পথে। মুক্তার পরিবারের সদস্যরা জানান, এইচএসসি পরীক্ষা দেয়ার পর পরিবারের সবাইকে বলেছিল আমার পরীক্ষা ভাল হয়েছে। জিপিএ-৫ না পেলেও ‘এ’ গ্রেড তো পাবোই। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় মুক্তা ফেল করেছেন। এ কারণে লজ্জায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এর আগে বুধবার ফল প্রকাশের পরপরই ঢাকার বিজ্ঞান কলেজের শিক্ষার্থী আদনান মেহেদী শুভ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঢামেক হাসপাতালে সেলিম নামে আত্মহত্যার চেষ্টাকারী এক শিক্ষার্থীর বন্ধু জানান, পরীক্ষায় ফেল করেছে জানতে পেরে সেলিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কাউকে কিছু না বলে চুপি চুপি বাসায় চলে যায়। সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এজন্য বিষও সংগ্রহ করে। আত্মহত্যার আগে বাবা-মাকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে। তাতে নিজের মৃত্যুর জন্য কাউকে দোষারোপ না করার অনুরোধ জানায় সে। এরপর চিঠিটি পকেটে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও কিছুটা উন্নতির পথে। খোঁজ নিয়ে জানা গেছে, ফল প্রকাশের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ২৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল, যারা আত্মহত্যার চেষ্টা করেছিল। এদের কয়েকজন হলো- সুমা, ঊর্মি, লাবনী, মোসলেমা, মৃত্তিকা, লাকী, জ্যোতি, ঝুমু, সুরভী, রিয়া, শারমিন ও হিমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *