প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে তার তেজগাঁওস্থ কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। খবর বাসসের
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ব্যুরো ও পরিসংখ্যানের (বেনবেইস) উদ্যোগে ও দক্ষিণ কোারিয়ার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, সারাদেশের সব উপজেলায় আইসিটি ট্রেনিং সেন্টার ফর এডুকেশন রিসোর্স সেন্টার গড়ে তোলার অংশ হিসেবে প্রথম পর্যায়ে এদিন সারাদেশে ১২৫টি ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হলো। এর মাধ্যমে ২০১৭ সালের মধ্যে সারাদেশের এক লাখ শিক্ষককে আইসিটিতে মাস্টার ট্রেনিং প্রদান করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর হবে। এজন্য ১২৫টি ইউআইটিআরসিই-এর আজ উদ্বোধন হলো, দ্বিতীয় পর্যায়ে আরও ১৬০টি সেন্টার নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পর্যায়ক্রমে সমগ্র দেশের ৪৮৯টি উপজেলাতেই এই কেন্দ্র গড়ে তোলা হবে।’
প্রধানমন্ত্রী উন্নয়নকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন, ‘আমরা কেবল শহর বা রাজধানীকে কেন্দ্রিক করে উন্নয়ন করতে চাই না। উন্নয়নকে গ্রাম পর্যায়ে নিয়ে গেছি, সকলের সমান উন্নয়ন করতে চাই।’
তিনি বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। সমগ্র দেশে ৫ হাজার ২৭৫ ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে ২শ’ ধরনের সেবা প্রদান করা হচ্ছে।’
দেশের ৮ হাজার পোস্ট অফিসকেও ডিজিটাল করার উদ্যোগ গ্রহণে মানুষের নানা সেবাপ্রাপ্তি নিশ্চিত হবার সাথে সাথে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত অং সিউয়েন ডো।
ইউআইটিআরসিই-এর প্রকল্প পরিচালক ও ব্যানবেইস-এর পরিচালক ফসীউল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।