ডিসি কার্যালয়েও ইউপির মনোনয়নপত্র জমা দেয়া যাবে

Slider গ্রাম বাংলা বাংলার আদালত বাংলার সুখবর

2016_02_27_10_21_37_G9BZA36tlPKDhzkvbrKmyp3GAR6Tk6_original

 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্বে রিটার্নিং কর্মকর্তার দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। আজ এ বিষয়ে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন  জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিয়েছে। জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাই  জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়া হলো। সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথ নিরাপত্তা সহকারে ওই দিনই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বুঝিয়ে দেবেন। কমিশন সচিবালয়ের উপসচিব সামশুল আলম এই চিঠিতে সই করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *