শ্রীপুরে মিজানুর রহমান মহিলা কলেজ দশ বছরই শীর্ষ স্থানে

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

HSC-RESULT

শারিমন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: এইচ এস সি পরীক্ষার ফলাফলে শ্রীপুর মিজানুর রহমান খাঁন মহিলা ডিগ্রী কলেজ এবারও উপজেলায় শীর্ষ স্থান দখল করেছে।  সাফল্যের এ অর্জন ধারাবাহিক ভাবে তাদের ১০ বছরের।

জানা যায়,মিজানুর রহমান খাঁন ডিগ্রী কলেজের মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ পাশের হার ৮৮ ভাগ।

দ্বিতীয় স্থানে রয়েছে উপজেলার জৈনাবাজারস্থ আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ। এখানে ৫ জন জিপিএ-৫ সহ পাশের হার ৮৩ ভাগ।

তৃতীয় স্থানে রয়েছে রাজাবাড়িস্থ ধলাদিয়া ডিগ্রী কলেজে। এই কলেজে পাশের হার ৭৮ ভাগ।

চতুথ স্থানে রয়েছে শ্রীপুর পৌর শহরস্থিত মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ। এতে  ২টি জিপিএ-৫ সহ পাশের হার ৭০ ভাগ।

পঞ্চম স্থান অধিকার করেছে বরমী ডিগ্রী কলেজ। পাশের হার ৬৯ ভাগ।

৬ষ্ঠ স্থানে মাওনা পিয়ার আলী ডিগ্রী কলেজ। পাশের হার ৬৬ ভাগ। সপ্তম স্থানে  বীরমুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে পাশের হার ৭১ ভাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *