রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
জমকালো সব আয়োজনের মধ্য দিয়ে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপি শ্রীপুর উপজেলার ঐতিহাসিক হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
মো.আবুল হাশেমের সভাপতিত্বে, বিদ্যালয়ের সহ-কারী শিক্ষক মো.সালাহ্উদ্দিন ও মনির হোসেনের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান সজলের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ এড. রহমত আলী এম.পি,শুক্রবার প্রথম প্রহরে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়াম্যান আ.জলিল বি.এ। পরের দিন শনিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অনাড়ম্বর পরিবেশনা দর্শকদের মনকাড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আ. বাতেন সরকার, বিদ্যালয়ের আজীবন দাতা সাংবাদিক মোতাহার খান প্রমূখ।