এরশাদের আসল সত্যের অপেক্ষায়..

Slider গ্রাম বাংলা জাতীয় ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

2745_ersad

 

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ তার আত্মজীবনী নিয়ে ‘আমার কর্ম আমার জীবন নাম গ্রন্থ প্রকাশ করেছেন। আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়াতনে বইটির মোড়ক উন্মোচন করেছেন। তবে এই বইটিতে এরশাদের জীবনের নানা আলোচিত ঘটনার কথা উল্লেখ নেই। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ও এরশাদ সরকারের সাবেক ট্যাকনোক্রেট মন্ত্রী ড. মিজানুর রহমান শেলীর বক্তব্যেও উঠে আসে এরশাদের এসব কথা। শেলী বলেন, এরশাদ সাহেব তার জীবন সম্পর্কে যতটুকু লিখেছেন, তারচেয়ে বেশি লিখেছেন নিজের কর্ম সম্পর্কে। যদিও কর্মই জীবন। তবে এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। এটা ইতিহাসের জবানবন্দী। এরশাদ সাহেব তার বইতে অনেক প্রশ্নের উত্তর দেননি। দিতে পারেননি। দেয়া সম্ভব হয়নি। সবকিছু তিনি লিখতে পারেননি। তিনি আরও বলেন, ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের মৃত্যুর পর প্রকাশিত জীবনীতে অনেক সত্য কথা উঠে এসেছে। ঠিক এই রকম আমরাও আশা করবো- তিনি যা লিখতে পারেননি, তা যেন তার মৃত্যুর পর আরেকটি গ্রন্থে উঠে আসে। সেদিন মানুষ জানতে পারবে আসল সত্যি কি ছিল? মিজানুর রহমান শেলী এরশাদকে উদ্দেশ্যে করে বলেন, স্যার আপনি সেটা ঠিক করে যাবেন সেই গ্রন্থটি কবে বের হবে। আপনার মৃত্যুর পাঁচ বছর পরে, নাকি ১০ বছর পরে। তবে আপনার আত্মজীবনী’র দ্বিতীয় গ্রন্থ আকাঙ্খা হিসেবে থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *