প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল

Slider শিক্ষা

 

2015_10_23_13_28_32_6ROcfT10alxqc5behM2ezfrncTjN1o_original

 

 

 

 

ঢাকা : ফেসবুকসহ অন্যকোনো ইলেক্ট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

আর প্রশ্নপত্র ফাঁসের যেকোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ কন্ট্রোল রুমের ইমেইল :  [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *