ঝিনাইদহের ২ জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আহত ২

Slider সারাবিশ্ব

 

mail.google.com

 

 

 

 

ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ সদর,
সৌদি আরবে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের চার জন হতাহত হয়েছেন। নিহতরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩৭) ও তার ছেলে ঝিনাইদহ আলহেরা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ওমর আল সাইম (১১)। দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে আলহেরা স্কুলের নবম শ্রেনীর ছাত্রী শাম্মি আক্তার (১৪) আহত মারাত্মক আহত হয়েছেন। শনিবার দুপুরে সৌদি আরবের মক্কা শরীফ থেকে রিয়াদে আসার পথে হাইয়েল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের খবর ঝিনাইদহের হামদহ এলাকার শেখপাড়ায় পৌছালে সাইফুলের পরিবারে শোকের ছায়া নেমে আসে। সাইফুলের ভাতিজা হামদহ শেখ পাড়ার রিয়াজুুল ও রকি জানান, তার চাচা ২০/২২ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে তার একটি গ্রীলের ওয়ার্কশপ আছে। গত ১৮ জানুয়ারী ওমরা হজ্ব পালন করতে চাচা সাইফুল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সৌদি আরবে যান। শনিবার মক্কা শরীফ থেকে রিয়াদে আসার পথে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুলের স্ত্রী শিউলী বেগম ও তার ছেলে ওমর আল সাইম নিহত হন। এ সময় আহত হন সাইফুল ও চাচাতো বোন শাম্মি আক্তার। এ দুইজনকে মুমুর্ষ অবস্থায় রিয়াদের আল গুয়াইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সাইফুলের ভাতিজা রকি জানান। তিনি আরো জানান, নিহতদের লাশ বাংলাদেশে নিয়ে আসার পক্রিয়া চলছে। এ ব্যাপারে ঝিনাইাদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আমাদের কাছে দুর্ঘটনার কোন খবর নেই, তবে টেলিভিশনে আমরা দেখছি যে ঝিনাইদহের শেখপাড়া গ্রামের দুইজন ও যশোরের দুই জনসহ মোট ৪ নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *