নাটোর: নাটোরে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের তেবাড়িয়া এলাকায় যমুনা ডিস্ট্রিলারিজ কারখানার সামনে প্রতিপক্ষের গুলিতে আহত হন সংগঠনের প্রচার সম্পাদক রানা (৩৪) ও লাইন সম্পাদক রাসেল (৩৩)।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে নইম নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রানা ও রাসেল মোটরসাইকেলে করে সমিতির অফিস থেকে একডালা গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তেবাড়িয়ায় যমুনা ডিস্ট্রিলারিজ কারখানার সামনে প্রতিপক্ষের লোকজন তাদের গতিরোধ করে। এ সময় রানা ও রাসেল দ্রুতবেগে পালাতে গেলে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। দ্রুত স্থানীয় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নইম নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের কাউকে পায়নি।