বিএনপিকে ডেকেও সরকারে পাওয়া যায়নি

Slider রাজনীতি

 

 

2015_10_12_16_20_54_xAXJwlqgDppFwR4l0QZszj1bsMhRWd_original

 

 

 

 

ঢাকা : কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন না হলে বিএনপির সঙ্কট কাটবে না বলে মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘গত পরশু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন- কাউন্সিলের মাধ্যমে বিএনপির সঙ্কট উত্তরণ করতে হবে। বিএনপির সঙ্কটকে উপলব্দি করতে পারায় তাকে ধন্যবাদ জানাই।’

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (সাগর-রুনি) মিলনায়তনে শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা ঢাকা জেলা শাখার আয়োজনে ‘বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে সঙ্কটমুক্ত করতে হলে যাদের হাতে পোড়া মানুষের গন্ধ আর রক্ত তাদেরকে কমিটি থেকে সরিয়ে দিতে হবে।’

পাকিস্তান ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যাকে স্বীকার করে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘সম্প্রতি পাকিস্তানের সমর্থনে খালেদা জিয়ার বক্তব্য মিমাংসিত বিষয়কে বিতর্কিত করছে। তাই খালেদা জিয়াসহ যারা  মুক্তিযুদ্ধের শহীদদের অসম্মান করে পাকিস্তানের স্বার্থ রক্ষা করে দেশের রাজনীতিকে কলুষমুক্ত করছে তাদের রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় দিতে হবে।’

শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে- বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করছে- বাংলাদেশের অগ্রগতি পৃথিবীকে চমকে দিয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘দেশের সংঘাতময় রাজনীতি পরিহার করতে পারলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। এজন্য তারা সবর্দলীয় সরকার গঠনের কথা বলছে। আর এ কারণেই বিরোধী দলও এ সরকারে আছে। বিএনপিকেও এ সরকারে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তারা সাড়া দেয়নি। তারা সমঝোতার রাজনীতি বিশ্বাস করে না, তারা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে।’

তিনি সরকারকে অনুরোধ করে বলেন, ‘শুধু যুদ্ধাপরাধীদের বিচার করলে হবে না দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে যুদ্ধাপরাধীদের সহযোগীদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ছিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনরঞ্জল ঘোষাল, সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খোকন, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *