সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের একটি ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েত করেছে সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি সেনাবাহিনীর একজন জেনারেল। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সম্প্রতি ইরাকের সরকারের তরফ থেকে বলা হয়, সৌদি আরব সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুত। এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো। জেনারেল আল আসিরি বলেছেন, সিরিয়ায় সেনা মোতায়েনের প্রয়োজন হবে এবং সৌদি আরব তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। তুরস্কে যুদ্ধবিমান পাঠানো নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো সেনা এখনো পাঠানো হয়নি। আল আসিরি আরও বলেন, সৌদি আরব বিশ্বাস করে আইএসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায সেন্য মোতায়েন করতে হবে। তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, তুরস্কের ইনসিরলিক বিমানঘাটিতে যুদ্ধবিমানগুলো পাঠিয়েছে সৌদি আরব।
প্রসঙ্গত, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের ঘোর বিরোধী অবস্থান তুরস্ক ও সৌদি আরবের। আর দেশ দুটি বাশার বিরোধী বিদ্রোহীদের প্রধান সাহায্য-দাতা। ওদিকে, আসাদ সরকারের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। সম্প্রতি তুরস্ক সীমান্তের কাছে আলেপ্পো প্রদেশে সৌদি আরব ও তুরস্কের সমর্থিত বিদ্রোহীরা রাশিয়ার বিমান হামলায় কোণঠাসা হয়ে পড়ে। এ নিয়ে ক্ষুব্ধ উভয় দেশ। গত কয়েকদিনে তুরস্ক সিরিয়ার ভেতর সেনা অভিযানের হুমকি দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী খোলাখুলি বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ায় সেনা অভিযানের পরিকল্পনা করছেন তারা।