ছয় জেলায় রোহিঙ্গা শুমারি শুরু

Slider জাতীয়

2016_02_12_17_31_50_V6IKgVeRFVHtStqa0HavD01a0fOJ66_original

 

 

 

 

চট্টগ্রাম : দেশের ছয়টি জেলায় বসাবসরত অনিবন্ধিত রোহিঙ্গাদের জরিপেরর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান অধিদপ্তর (বিবিএস) শুক্রবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং পটুয়াখালী জেলায় এ জরিপ পরিচালনা করবে।

পরিসংখ্যান অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় জানিয়েছে, খানা জরিপ (বসত গণনা) শুরু হবে  আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে।

বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদির মিয়া  বিষয়টি নিশ্চিত করে জানান, আজ থেকে শুরু করে পাঁচ দিন যাবত তালিকা প্রণনয়নের কাজ চলবে। এরপর মূল শুমারির কাজ শুরু করা হবে।

তিনি জানান, বাড়ি বাড়ি ঘুরে সদস্যদের দুই ক্যাটগরিতে গণনা করা হবে। একটি হবে ‘বি’ মানে বাংলাদেশি অপরটি ‘এম’ মানে মিয়ানমারের নাগরিক, যেখানে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক একসঙ্গে বসবাস করছে।

এই তালিকা তৈরি সম্পূর্ণ করার পর আদমশুমারি শুরু হবে মার্চে শেষ নাগাদ থেকে এপ্রিলের প্রথম পর্যন্ত।

শুমারির সময় ‘এম’ ও ‘এক্স’ এই দুই ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত করা হবে। যেখানে বাংলাদেশিদের বাদ দিয়ে হিসাব করা হবে।

এই শুমারির উদ্দেশ্য হলো, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান ও তাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ধারণা নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *