স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহানগরের সালনা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে অহপরণ করা হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরী(জিডি) হয়েছে।
রোববার সন্ধ্যায় জযদেবপুর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী(জিডি) নং ৭৬২ থেকে ওই তথ্য জানা যায়।
জিডির বাদী গাজীপুর মহানগরের সালনা এলাকার কাউলতিয়া গ্রামের জনৈক আবুল কাশেম।
জিডির বিবরণে বলা হয়, বাদীর ছেলে খায়রুল ইসলামকে শনিবার রাত আড়াইটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একটি টিম বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। রোববার বিকাল পর্যন্ত থানা পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে না পেয়ে অপহরণের অভিযোগ এনে ওই জিডি দায়ের করা হয়।
একটি সরকারী গোয়েন্দা সূত্র বলছে, নিখোঁজ হওয়া খায়রুল ইসলাম গাজীপুরস্থ ইসলামীক ইউনিভার্সিটি অব টেকনোলজির(আইইউটি) ছাত্র।
এ ব্যপারে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মাহফজুর রহমান বলেছেন, ভিকটিম উদ্ধারে এন্টি কিডনাপিং ইউনিট কাজ শুরু করেছে।