তুরস্ক উপকূলে শরণার্থীবাহী দুটি নৌকা উল্টে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে ।
জানিয়েছে তুর্কি গণমাধ্যম।
আনাদলু এবং দোগান বার্তা সংস্থা জানায়, গ্রিক দ্বীপ লেসবসের কাছে ২২ জন নিহত হয়েছে।দোগান জানায়, আরও দক্ষিণে তুরস্কের ইজমির প্রদেশে দিকিলির কাছে আরেকটি নৌডুবির ঘটনায় ১১ জন নিহত হয়েছে।
এ বছর ইউরোপে যাওয়ার পথে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৩৭৪ জন নৌকাডুবিতে নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম)।
ইউরোপে প্রবেশের চেষ্টায় থাকা শরণার্থীরা ২০১৫ সাল থেকে সাগরপথেই তুরস্ক থেকে গ্রিসে পাড়ি দেওয়ার চেষ্টা করে আসছে।