আজ প্রাথমিক শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Slider শিক্ষা

 

2015_09_08_14_15_16_On1E1zmctrCb5Evy21Q4IEQlDsqPNC_original

 

 

 

 

ঢাকা :  আজ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে সাড়ে ১০টায় শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৪ থেকে ১০ ফেব্রুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসমান্য অবদান, খেলাধুলা, সংগীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ছাত্রছাত্রীকে সম্মানিত করা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
মোস্তাফিজুর রহমান এমপি। স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *