ষ্টাফ করেসপনডেন্ট
গাজীপুর অফিস: বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন গাজীপুর জেলা শাখার উদ্যোগে ২০তম আন্তর্জাতিক আদিবাসী দিবসে সমাবেশ ও র্যালি হয়েছে।
শনিবার সকাল ১১টায় সংগঠনের জেলা সভাপতি দীনেশ বর্মনের সভাপতিত্বে শিববাড়িতে সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা জয়নাল আবেদীন খান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপচান বর্মন, সিপিবি গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, বীরমুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বর্মন, শ্রীপুরের সভাপতি দীপক চন্দ্র বর্মন, কোচ রুবেল মন্ডল প্রমুখ।
সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি প্রদান, আদিবাসী শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বাতিল, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, চাকুরিতে বিশেষ কোটা বহাল, দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের নামে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা শহর প্রদক্ষিণ করে আদিবাসী ইউনিয়েন একটি বিশাল র্যালি হয়েছে।