ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : বাংলাদেশের জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব আয়োজিত যক্ষ্মা নিয়ন্ত্রণে মুক্তিযোদ্বাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হায়দার খান, ডাঃ কে. এম.শাহীন রেজা , গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এম এ ফরিদ. সভাপতি রোমান শাহ আলম সহ অন্যান্য মুক্তিযোদ্বাবৃন্দ।
গাজীপুর শাখা নাটাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা মো: হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। মুক্তিযোদ্বারা একত্তুুরের মত পারেন ভবিষ্যৎ প্রজন্ম এবং জনসাধারণকে সচেতন করতে। উপস্থিত মুক্তিযোদ্বাগণ যক্ষ্মা নিয়ন্ত্রণে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা পালনে অঙ্গিকারবদ্ধ। সভায় গাজীপুর মুক্তিযোদ্বা সংসদের ৩০ জন মুক্তিযোদ্বা উপস্থিত ছিলেন।