গাজীপুর সাইনবোর্ড এলাকায় ম্যাট্রিক্স পোশাক কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে সোয়েটার তৈরী করা হতো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আটতলা থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। সোয়েটার কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাজধানীর উত্তরা, জয়দেবপুর, টঙ্গী ও শ্রীপুর ষ্টেশন থেকে মোট ১২টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সে ব্যাপারে দমকল কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি। জয়দেবপুর ফায়ার ষ্টেশনের কর্মকর্তা হাসিবুর রহমান জানিয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারীতেও এই একই কারখানাটিতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছিলো।