ঢাকা: কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণসহ আরো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশি দেশ ভারত। ভারতের র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সামাজিক অধিকার কর্মী সন্দিপ পাণ্ডে বুধবার এ মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে নারীদের অংশগ্রহণও ভারতের চেয়ে বাংলাদেশে অনেক বেশি।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ভারতের তুলনায় বাংলাদেশে প্রায় দ্বিগুন। যেখানে বাংলাদেশে ৫৭ শতাশং নারী কর্মক্ষেত্রে অংশগ্রহণ করে, সেখানে ভারতে এ হার ২৯ শতাশং। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অনেক দেশই এসব ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে আছে বলেও জানান পাণ্ডে।
ভারতের কাকতীয় বিশ্ববিদ্যালয়ে ‘পঞ্চম নরসীমা রাও বৃত্তি প্রদান অনুষ্ঠানে’ এসব ক্ষেত্রে ভারতের পিছিয়ে থাকার জন্য মোদি সরকারকে দোষারোপ করে তিনি বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বরাদ্দ কমানো ভারতের জন সর্বনাশা হতে পারে।