চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্বপন মাহমুদসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় ট্রাকে আগুন ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা হাশেম রুশদী ও উপজেলা যুবদল নেতা মোশাররফ ক্বারি।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহিল বাকী বলেন, ২০দলীয় জোটের আন্দোলন চলাকালে ঘোষেরহাট এলাকায় ট্রাক পোড়ানো ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের মধ্যে অনেকেই জামিনে আছেন।
দুপুরে শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদসহ ১০ আসামি জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।