পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায় বাসচাপায় কৃষি কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডোমার উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন (৩৫) এবং দেবীগঞ্জ উপজেলার সোনহার এলাকার মাছ ব্যবসায়ী জাকিরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানায়, সকালে সোনাহার এলাকা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী যাচ্ছিলেন স্বপন ও জাকিরুল। কিছুদূর যাওয়ার পর মায়ের আঁচল এন্টার প্রাইজ নামে ঢাকা থেকে দেবীগঞ্জগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাস চাপায় ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।