অবৈধ ও অনিবন্ধিত সিম ব্যবহার দেশের ও সমাজের জন্য বিপদজনক। তাই জাতীয় পরিচয় পত্র ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আজই নিকটস্হ গ্রামীণফোন কাস্টমার সার্ভিস ও এজেন্টের নিকট যোগাযোগ করে পুরাতন ব্যবহূম সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে পুন নিবন্ধন করতে বলা হয়েছে গ্রমিণফোনের পক্ষ থেকে।
টেলি যোগাযোগ মন্ত্রনালয় কর্তৃক সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে গ্রামীণফোন আজ হতে সারা দেশে ন্যয় গাজীপুরেও কার্যক্রম শুরু করলো।
এ উপলক্ষে গাজীপুর শহরের জোড়পুকুর পাড়ে মা-মনি কমিউনিকেশন গ্রামীনফোন কাস্টমার সার্ভিসে আজ সকালে গাজীপুর প্রেসক্লাবর কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুলের পুরাতন গ্রামীনফোন সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন গ্রামীণফোনের টেরিটরী অফিসার আব্দুল্লা আল মামুন, মা-মনি কমিউনিকেশনের স্বত্বাধিকারী মোঃ জাকারিয়া, গ্রামীণফোন ডিস্টিভিউশন সুপার ভাইজার নূরুল্লা, কাস্টমার ম্যানেজার সৈয়দ আসিফ ইকবার, মা-মনি কমিউনিকেশনের পরিচালক আনিছুর রহমান ও মোক্তার হোসেন মানিক প্রমূখ।