ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা কেপে ওঠেছে একাধিক বিস্ফোরণের শব্দে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এক গুরুত্বপূর্ণ এলাকায় চালান সিরিজ বোমা হামলায় পুলিশসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের অভিযোগ, হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোগ রয়েছে। কিছু হামলাকারী এখনো জাকার্তার এক থিয়েটার কমপ্লেক্সে লুকিয়ে রয়েছে বলেও তারা জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘ কার্যালয় সংলগ্ন এক ক্যাফেতে গ্রানেড হামলা চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশের সঙ্গে তারা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সংঘর্ষে তিন পুলিশসহ ছয় জন নিহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ বলছে, স্টারবাকস ক্যাফের থিয়েটার কমপ্লেক্সের অভ্যন্তরে এখনো তিন আত্মঘাতী হামলাকারী লুকিয়ে আছে। তবে তারা ওই কাউকে পণবন্দি করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।