ঢাকা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি পোলিও টিকাদান কেন্দ্রের কাছে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন উদ্ধার কাজে নিয়োজিত একটি সূত্র ওই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাতহতের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা। তাদের কোয়েটার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের পর তারা সেখানে গুলির শব্দ শুনতে পেয়েছেন।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি গণমাধ্যমকে জানিয়েছেন, এটা একটি আত্মঘাতী হামলা। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটানস্থলে পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী ঐ এলাকা ঘিরে রেখেছে। তবে এখনও পর্যন্ত ওই হামলার সঠিক কারণ জানা যায়নি এবং কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
তিনি আরো বলেন, ‘আমরা একটি যুদ্ধ-বিধ্বস্ত এলাকায় বাস করি। তাই এ বিস্ফোরণ সম্পর্কে আমরা বেশি কিছুই বলতে চাই না।’
তবে পাকিস্তানের শিশুদেরকে লক্ষ্য করে জঙ্গিরা ওই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এর আগে গত বছরও একটি পোলিও টিকা কেন্দ্রে হামলা চালানো হয়েছিল। তাছাড়া পাকিস্তান এবং আফগানিস্তানে এখনও পোলি আক্রান্ত হচ্ছে প্রচুর শিশু।