ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে : জন কেরি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

59688_kerry_624x351_bbc
গ্রাম বাংলা ডেস্ক: বিবিসি’র হার্ডটক-এ জয়নাব বাদাউয়িকে সাক্ষাৎকার দিচ্ছেন জন কেরি
ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে।

বিবিসির হার্ডটক-এ জয়নাব বাদাউয়িকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ইসরাইলি ও ফিলিস্তিনিদের গাজায় যে অস্ত্র-বিরতি শুরু হয়েছে তার সদ্ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার দিকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

কেরি ইসরাইলে রকেট হামলার জন্য হামাসকে দায়ী করে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে এ আত্মরার ফলে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে তাও স্বীকার করেছেন তিনি।

গাজায় চার সপ্তার ইসরাইলি অভিযানে ১৯শ’ মানুষ নিহত হওয়ার পর ৭২ ঘণ্টার একটি মানবিক অস্ত্র-বিরতি চলছে।

আর এই সুযোগে একটি দীর্ঘমেয়াদী সন্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মিসরের কায়রোতে প্রতিনিধিদল পাঠিয়েছে হামাস ও ইসরাইল।

এরকম প্রেক্ষাপটে বিবিসির সাথে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এটাই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের সুযোগ এবং এই সুযোগ গ্রহণ করতে দুই পক্ষকে আহ্বানও জানান তিনি।

হামাসের রকেট হামলা থেকে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমরা পূর্ণভাবে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। প্রকৃতপক্ষে তারা রকেট এবং টানেলের মাধ্যমে আক্রমণের শিকার হচ্ছিল এবং তাদের হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হত। এ ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ে হামাস জঘন্য কাজ করেছে। তবে হ্যাঁ এই আত্মরক্ষা করতে গিয়ে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সঙ্কট নিরসনে অংশীদারদের সাথে এই সমস্যা নিরসনে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *