আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্ণ হল আজ মঙ্গলবার। এই প্রথম দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার টানা সাত বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে এক যোগে প্রচার হবে এই ভাষণ। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ১২ জানুয়ারি শপথ নেয় আওয়ামী লীগ সরকার। এরপর নানা ঘটনা ও আলোচনার মধ্য দিয়ে পার হয়েছে দুটি বছর।
এ সময়ে হরতাল-অবরোধ সহিংসতায় প্রাণ হারান অনেক সাধারণ মানুষ। বাধাগ্রস্ত হয় উন্নয়ন। এরপরেও নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অগ্রগতি হয়েছে নানা খাতে।
জাতির উদ্দেশে ভাষণে সরকারের উন্নয়ন ও অগ্রগতির তথ্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী।