৬ জিবি র‌্যামের ফোন

Slider তথ্যপ্রযুক্তি

2016_01_10_17_29_06_PYGqWwx7LDWvH7adihFLpBvcCzl3nO_original

 

 

 

 

ঢাকা: প্রযুক্তির বাজারে অপ্পো ফোনের দাম বেশ চড়া। চাম চড়া হলেও এর কনফিগারেশন এবং ডিজাইন বেশ মনোলোভা। এবার অপ্পো ৬ জিবি র‌্যামের একটি ফোন বাজারে আনছে যাচ্ছে। ফোনটির মডেল অপ্পো ফাইন্ড ৯। এতে কোয়ালকমের ৮২০ স্ন্যাপড্রাগন চিপসেট থাকছে।

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে অপ্পো ফাইন্ড ৯ হবে ফ্লাগশিপ ঘরানার।  তাই এর দামও হবে আকাশচুম্বী। সাধারণত মধ্যবিত্তের নাগালের বাইরেই থাকছে অপ্পো ফাইন্ড ৯ ফোনটি।

সম্পতি চীনের নিউজ পোর্টাল উইবো অপ্পোর ফাইন্ড ৯ ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। উইবোর প্রকাশিত তথ্য মতে ফাইন্ড ৯ ফোনটি বাজারে আসলে স্যামসাং গ্যালাক্সি এস ৭, জিওমি মি৫ এবং এলজি জি ৫ এর প্রতিদ্বন্দ্বীতা করবে।

ফোনটিতে থাকছে শক্তিশালী ব্যাটারি দুর্দান্ত ক্যামেরা। যদিও এর বাদবাকি কনফিগারেশন সম্পর্কে এখনো তেমন কেনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *