গাজীপুর: টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আবুল কালাম আজাদ (৬০) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ধাপে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
শুক্রবার (০৮ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে মৃত্যু হয় আবুল কালাম আজাদের। তিনি নোয়াখালীর সুন্দরপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার দিনগত রাতে আজাদ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে মৃত্যুবরণ করা বাকি তিনজনের দু’জনও বুকে ব্যথা অনুভব করেছিলেন। আর অন্যজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।