গ্রাম বাংলা ডেস্ক: ব্যাপক প্রয়াস সত্ত্বেও পদ্মায় ডুবে যাওয়া লঞ্চটি এখনো উদ্ধার হয়নি। তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। রাতে অভিযান বন্ধ হওয়ার পর সকালে উদ্ধার কাজ শুরু হচ্ছে। দুই শতাধিক যাত্রী নিয়ে গতকাল লঞ্চটি ডুবে যায়। শতাধিক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে। স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে রয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ট্রলার ও স্পিডবোট নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সমুদ্র পরিবহন অধিদপ্ত ও নৌ পরিবহন মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি করেছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। তিনি জানান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের চার সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে আছেন সংস্থার প্রকৌশলী (শিপ সার্ভেয়ার) নাজমুল হক। আর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্যের কমিটির প্রধান করা হয়েছে যুগ্ম সচিব নুরুর রহমানকে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।