ঢাকা: সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নির্মল বিনোদনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ক্লাব প্রতি বছর বার্ষিক নাট্যানুষ্ঠানের আয়োজন করে। এই নাট্যানুষ্ঠানের মঞ্চে সফল কোনো একটি নাটক মঞ্চায়িত হয়। সেখানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অভিনয় করে থাকেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে সর্বাধিক প্রদর্শিত নাটক ‘কুঞ্জুস’ মঞ্চায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বাংলাদেশে ব্যাংক ক্লাবের উদ্যোগে গত বছর মঞ্চস্থ হয়েছিল ’মানুষ’ নাটকটি। এবার মঞ্চায়ন হবে ‘কুঞ্জুস’। ফরাসি নাট্যকার মলিয়েঁ এর রচিত ও তারিক আনাম খান অনুদিত নাটকটির নির্দেশনা দিচ্ছেন ছোট পর্দার অভিনেতা টুটুল চৌধুরী।
আগামী ৬ ও ৭ জানুয়ারি দুই দিনব্যাপী এ নাট্যানুষ্ঠান চলবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম এবং সমাপনী দিন উপস্থিত থাকবেন গভর্নর ড. আতিউর রহমান, একই সঙ্গে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক থিয়েটারের শুভ উদ্বোধন করবেন।
নাটকটিতে অভিনয় করছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা: টুটুল চৌধুরী, মকবুল হোসেন, পিনাকি রঞ্জন, সত্য জুয়েল, সজল আরাফাত, বাবুল হোসেন, আল-বেরী, আব্দুল জলিল, কনিকা বৃষ্টি, ফয়সাল খন্দকার, আজিজ, রাকিব, সোহেল, রাব্বানী, ছানোয়ার হোসেন, বনশ্রী ও ফাহমিদা।