অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের ধীরেন রায়ের ছেলে সজল রায় নিজেদের জমিতে গতকাল মঙ্গলবার সকালে লোকজন নিয়ে বীজ রোপণ করতে গেলে ওই এলাকার মনোহর মাঝির ছেলে গোবিন্দ মাঝি তার দলবল নিয়ে ওই জমি তাদের দাবি করে বাঁধা প্রদান করে। কথা কাটাকাটির একপর্যায়ে গোবিন্দর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে সজল রায়, বিভা রায়, নীহার রায়, ধীরেন রায় ও শেফালী রায়সহ ১০জনকে এলোপাথারি পিটিয়ে আহতাবস্থায় জমিতে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ৫জনকে হাসপাতালে ভর্তি করে। থানার ওসি মো, মনিরুল ইসলাম জানান, এঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।