বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ বিএনপির সমাবেশকে ভয় পায়। এজন্য তারা জায়গা বেঁধে দেয়, সময় বেঁধে দেয়।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এই কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি। কেননা, সেদিন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। সেদিন শুধু আওয়ামী লীগের জোট ও তাদের কিছু পরগাছা দল অংশ নিয়েছে। এ কারণে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। যারা ভোট ছাড়া নির্বাচিত হয়েছে তাদের জনপ্রতিনিধি বলা যায় না। এই সরকার যেমন অবৈধ, তেমনি এই সংসদও অবৈধ।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে বেলা সোয়া দুইটার দিকে সমাবেশ শুরু হয়। বিকেল পৌনে তিনটার দিকে সমাবেশস্থলে আসেন খালেদা জিয়া।
এ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস‘ হিসেবে পালন করছে বিএনপি । এর মাধ্যমে এক বছরের বেশি সময় পর উন্মুক্ত কোনো স্থানে বড় ধরনের রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন খালেদা জিয়া।
গত সপ্তাহে পৌর নির্বাচনে ভরাডুবির পর এটাই বিএনপির প্রথম প্রকাশ্য কর্মসূচি। নয়া পল্টনে খালেদা জিয়া ২০১২ সালে সর্বশেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন।