কথায় বলে সন্তানের কান্না নাকি তার মা’ই বুঝতে পারেন। কিন্তু, যারা তা পারেন না, তাদের ক্ষেত্রে কী করে সদ্যোজাতরা নিজেদের সমস্যার কথা মা’কে জানাবে? অবশেষে সেই সমাধান সূত্র বেরিয়েছে বলে দাবি করেছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি হাসপাতাল।
স্মার্টফোন ব্যবহারকারী মায়েদের জন্য এবার এসেছে এমন এক অ্যাপ, যা সহজেই বলে দেবে তাঁর শিশু কী কারণে কাঁদছে। সম্প্রতি ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি হাসপাতাল ১০০ শিশুর ২ লাখ বার কান্নার শব্দ রেকর্ড করে তার উপর গবেষণা চালিয়েছে। সেই গবেষণার ভিত্তিতেই অবশেষে বের করা হয় নতুন এই অ্যাপটি।
অ্যাপ প্রস্তুতকারীরা জানিয়েছে, শিশুর কান্নার সঙ্গে সঙ্গেই ১০ সেকেন্ডের জন্য তা রেকর্ড করতে হবে অ্যাপের রেকর্ড বোতাম টিপে। রেকর্ডিংয়ের ১৫ সেকেন্ড পর সেই কান্নার প্রকৃত কারণ বলে দেবে অ্যাপটি। তবে, অ্যাপটি ছ’মাস বয়স পর্যন্তই কাজ করবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।