রাজশাহী: রাজশাহী প্রেসক্লাবে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল।
রাজশাহী দমকল বাহিনীর স্টাফ অফিসার হুমায়ন কবীর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি জানান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়। পরে সেখান থেকে পত্রিকা ও অন্য আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। ওই সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ক্লাবে ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত রয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজশাহী সদর দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে প্রেসক্লাবের কম্পিউটার, টিভি, নিউজ পেপারসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যায় বলে জানান হুমায়ন কবীর।